ডিজিটাল নিরাপত্তা আইনে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সদস্য প্রীতম দাস গ্রেপ্তার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ইসলাম ধর্মের বিভিন্ন বিধিবিধান নিয়ে ফেসবুকে সাম্প্রদায়িক উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের সদস্য প্রীতম দাস গ্রেপ্তার হয়েছেন।
মামলায় অভিযোগ করে বলা হয়, প্রীতম দাস সম্প্রতি তার ফেসবুক একাউন্টে সরকারকে হেয় করার লক্ষ্যে এবং রাষ্ট্রের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন করার জন্য মানহানিকর ও ইসলাম ধর্মবিরোধী বিভিন্ন প্রকার পোস্ট শেয়ার করেন।
পুলিশ জানায়, প্রীতম দাস দীর্ঘদিন ধরে বিভিন্ন তারিখ ও সময়ে রাষ্ট্র ও ইসলাম ধর্ম বিরোধী আক্রমণাত্মক এবং ধর্মীয় ও সাম্প্রদায়িক উসকানিমূলক পোস্ট তার ফেসবুক আইডি থেকে শেয়ার করে আসছেন। এ বিষয়ে মাহবুবুল আলম ভূঁইয়া বাদী হয়ে গত ৪ সেপ্টেম্বর শ্রীমঙ্গল থানায় মামলা করেন।
শ্রীমঙ্গল থানার পরিদর্শক হুমায়ুন কবির বলেন, ‘প্রীতম দাসের বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়।’