ডেঙ্গুতে আজও একজনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে একজন মারা গেছে। চলতি বছরে ডেঙ্গুতে দ্বিতীয় মৃত্যু এটা। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় চারজন ও ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ছয়জন ভর্তি হয়েছে।
আজ শুক্রবার (১৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১২৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছে। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৫৫ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ৭২ জন রোগী।
এদিকে, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে এখন পর্যন্ত ৩৯০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ১৭৭ জন এবং ঢাকার বাইরে ১৯৩ জন চিকিৎসা নেয়। চলতি বছরে ডেঙ্গুতে সুস্থ হয়েছে ২৪১ জন।