ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, নতুন শনাক্ত ১৫৩
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৩ জন। এ সময় ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকা, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন করে মোট চারজনের মৃত্যু হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে (দুই সিটি করপোরেশন বাদে) সর্বোচ্চ ৩৫, বরিশাল বিভাগে ৩০, খুলনা বিভাগে ২৫, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২১, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ২০, চট্টগ্রাম বিভাগে ১৩, রাজশাহী বিভাগে ৬, ময়মনসিংহ বিভাগে ২ ও রংপুর বিভাগের হাসপাতালে ডেঙ্গু নিয়ে একজন ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে ১ লাখ ৭১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চলতি মাসে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ২৪২ জন।