ঢাকায় ফিরলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাবনায় চার দিনের সফর শেষে ঢাকায় ফিরেছেন। আজ বৃহস্পতিবার (১৮ মে) দুপুর সাড়ে ১২টায় বিমান বাহিনীর একটি ভিভিআইপি হেলিকপ্টার দিয়ে রাজধানীতে পৌঁছান তিনি।
চার দিনের সফরে রাষ্ট্রপ্রধান পাবনায় তাকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠান এবং বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে কয়েকটি মতবিনিময় সভাসহ কয়েকটি কর্মসূচিতে যোগ দেন।
গত ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর পৈতৃক শহর পাবনায় এটাই ছিল তার প্রথম সফর।
এর আগে আজ বেলা ১১টা ৪০ মিনিটে পাবনা স্টেডিয়াম হেলিপ্যাডে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. শামসুল হক টুকু, স্থানীয় সংসদ সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা রাষ্ট্রপতিকে বিদায় জানান।
এ সময় রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন রাষ্ট্রপতির পত্নী রেবেকা সুলতানা, রাষ্ট্রপতির সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ও সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান।