ঢাকায় শুক্রবার মওদুদ আহমদের তিনটি জানাজা
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের মরদেহ ঢাকায় আসবে বৃহস্পতিবার।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া মওদুদ আহমদের মরদেহ সিঙ্গাপুর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছবে। এরপর আগামীকাল রাতে তাঁর মরদেহ রাজধানীর ইউনাইটেড হাসপাতালের হিমঘরে রাখা হবে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এনটিভি অনলাইনকে জানান, শুক্রবার সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনে মওদুদ আহমদের প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা করা হয়েছে। এরপর সকাল ১০টায় সুপ্রিম কোর্টে এবং সকাল ১১টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে জানাজা হবে।
পরে মওদুদ আহমদের মরদেহ নেওয়া হবে নোয়াখালীর কোম্পানীগঞ্জে। সেখানে বাদ আসর জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।