তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না : মির্জা ফখরুল
দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।’
আজ রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে বিএনপির মহাসচিব এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘মানুষের কল্যাণে আমাদেরকে রাস্তায় নেমে আসতে হবে। দ্রব্যমূল্য বাড়ার প্রতিবাদে আন্দোলনে ১৭ জন নেতাকর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে এই সরকার। আমাদের রিজভী, সপুসহ অসংখ্য নেতাকর্মী কারাগারে।’
বিএনপির মহাসচিব বলেন, ‘আজকে বেরিয়ে আসতে হবে, কোথায় আজকে সেই যুবক, সেই তরুণ, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।’
ডান-বাম দলগুলোর কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘এই মুহূর্তে সবাই সরকারের পরিবর্তন চায়। সবাইকে এগিয়ে আসতে হবে। ২৫ ফেব্রুয়ারির মতো ঘটনা আর যাতে না হয়। এই জন্য গণবিপ্লবের মধ্য দিয়ে এই সরকারকে বিদায় করতে হবে।’
পিলখানার শহীদ ব্যক্তিবর্গের স্মরণে এ আলোচনা সভায় আয়োজন করে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, বিএনপি নেতা রফিকুল আলম মজনু প্রমুখ।