তিন এসপিকে বদলি
তিন পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়েছে। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, নরসিংদীর এসপি প্রলয় কুমার জোয়ারদারকে যশোর ও শেরপুরের এসপি কাজী আশরাফুল আজীমকে নরসিংদীর এসপি হিসেবে বদলি করা হয়েছে। এ ছাড়া যশোরের এসপি মুহাম্মদ আশরাফ হেসেনকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (ডিসি) হিসেবে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এর আগে গত বছরের ৯ ডিসেম্বর শেরপুরের এসপি আশরাফুল আজীমকে গাজীপুরে বদলি করা হয়েছিল। এই প্রজ্ঞাপনের মাধ্যমে আগের আদেশটি বাতিল করা হয়েছে।