দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির শ্রদ্ধা
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলের নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবাট বেলা ১২টায় রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জানানো হয়।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্ব এতে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি নেতা ব্যারিস্টার শাহজাহান ওমর, আমান উল্লাহ আমান, আবদুস সালাম, রুহল কবির রিজভী, হাবীব উন নবী খান সোহেল, আবদুস সালাম আজাদ, সাইফুল আলম নিরব, আমিনুল হক, রফিকুল আলম মজনুসহ দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাধিস্থলে মিলাদ ও দোয়ার আয়োজন কর হয়। এ ছাড়া বৃহস্পতিবার বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালির বের করা হবে।