‘দাবি মানুন, নইলে যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকুন’
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে ঢাকা জেলা বিএনপি।
আজ বুধবার দুপুরে ঢাকা জেলা বিএনপির সভাপতি দেওয়ান সালাউদ্দিন বাবুর নেতৃত্বে এই স্মারকলিপি দেওয়া হয়। এ সময় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে সালাহউদ্দিন বাবু বলেন, ‘অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার সুযোগ দিতে হবে। অন্যথায় যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকুন। রাজপথে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।’
এ সময় রুহুল কবির রিজভী বলেন, ‘খালেদা জিয়াকে সরকার তিলে তিলে মারতে চাচ্ছে। জনগণ নিয়ে সেই অপচেষ্টা নস্যাৎ করে দেওয়া হবে।’
এ সময় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।