দিনাজপুরের ফুলবাড়ীতে ১০ দিনের লকডাউন
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় আজ শুক্রবার থেকে ১০ দিনের লকডাউন শুরু হয়েছে। উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিয়াজ উদ্দিন এই লকডাউন ঘোষণা করেন। উপজেলায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এই লকডাউন ঘোষণা করা হয়েছে।
এদিকে, দিনাজপুর সদরে লকডাউনের ১১তম দিনে গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে দুজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। শনাক্তের হার ৩৯ দশমিক ০৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ২৪৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে, এতে পজিটিভ শনাক্ত হয়েছে ৯৫ জন। এর মধ্যে সদরেই রয়েছে ৩৯ জন।
জেলা সিভিল সার্জন ড. আব্দুল কুদ্দুছ এই তথ্য জানিয়েছেন। যে দুজন মারা গেছে তাদের একজনের বাড়ি সদর উপজেলায় ও অপরজনের হাকিমপুরে।
পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, ‘পুলিশ সদস্যরা জীবন বাজি রেখে করোনার মধ্যেও রাতদিন দায়িত্ব পালন করছে। তবুও সাধারণ মানুষের মধ্যে এ বিষয়ে কোনো সচেতনতা নেই।
প্রয়োজন ছাড়াই মানুষ বাড়ির বাইরে বের হচ্ছে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন কোনো ভাবেই সাধারণ মানুষকে বাড়িতে রাখতে পারছে না। সদর থেকে বাইরের উপজেলায় এবং বাইরের উপজেলা থেকে সদর উপজেলায় মানুষ অবাধে যাতায়াত করছে।’
দিনাজপুর সদরে লকডাউনে সাতটি পয়েন্টে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা তল্লাশিসহ সার্বিক দায়িত্ব পালন করছে।
করোনা বৃদ্ধি পাওয়ায় এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ১০০ শয্যার কোভিড হাসপাতাল ও সদর হাসপাতালে চিকিৎসা দিতে ডাক্তার ও নার্সরা হিমশিম খাচ্ছেন। রোগীর সংখ্যাও বেড়েছে অনেক গুণ। আইসিইউ ও সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থাও অপ্রতুল।