দিনাজপুরে ট্রাকের ধাক্কায় কাস্টমস পরিদর্শক নিহত
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ঢাকা মোড় এলাকায় পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় কাস্টমসের পরিদর্শক শাহাদৎ হোসেন নিহত হয়েছেন। আজ শনিবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহাদৎ হোসেনের বাড়ি ঠাকুরগাঁও জেলায়। তিনি দিনাজপুরের হাকিমপুর হিলি বন্দরের কাস্টমস কর্মকর্তা ছিলেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্ররাফুল আলম জানান, আজ রাত ৯টার দিকে কর্মস্থল হিলি থেকে মোটরসাইকেলে নিজ বাড়ি ঠাকুরগাঁওয়ে ফিরছিলেন শাহাদাৎ হোসেন। তিনি ফুলবাড়ী উপজেলার ঢাকামোড় এলাকায় পৌঁছালে একটি পাথরবোঝাই ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ওসি আরও জানান, ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে যান। লাশটি ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।