দিনাজপুরে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
দিনাজপুরে এক স্কুলছাত্রীকে ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত যুবক মো. রাহাদ ইসলাম (২০) ওই স্কুলছাত্রীকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। গত সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ওই কিশোরীকে জোরপূর্বক তুলে নিয়ে যান। এরপর পাশের একটি ভুট্টাক্ষেতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে পালিয়ে যান।
এ ব্যাপারে একই রাতে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
এ ঘটনায় বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশে উপপরিদর্শক (এসআই) আবুল হাসনাত জামানের নেতৃত্বে পুলিশের একটি দল আজ মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে রাহাদকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠনো হয়েছে।