দিনাজপুরে ২৪ ঘণ্টায় করোনায় দুজনের মৃত্যু, কমেছে শনাক্তের হার
দিনাজপুরে কঠোর বিধিনিষেধে মাঠে কাজ করছেন সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি ও আনসারসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এ সময় মোড়ে মোড়ে অবস্থানরত প্রশাসন যাদের চলাফেরায় সন্দেহ হচ্ছে তাদের শহরে প্রবেশে বাধা দিচ্ছে।
অন্যদিকে, গ্রাম থেকে শহরে প্রবেশে দেখা গেছে দিন এনে দিন খাওয়া মানুষের সংখ্যা বেশি।
জেলায় গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে এক হাজার ২২৮ জনের। যার মধ্যে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ২৫৮ জনের। শনাক্তের হার ২১ শতাংশ।
এদিকে, এ সময়ের মধ্যে মারা যান দুজন, যার মধ্যে সদরে একজন ও নবাবগঞ্জের একজন। এখন পর্যন্ত মোট মারা গেছে ১৭৬ জন।
শনাক্ত ও মৃত্যুও হার বেড়ে যাওয়ায় কঠোরভাবে লকডাউন পালন করা হচ্ছে। এর পরেও পাড়া-মহল্লায় অলি-গলিতে যান চলাচল করছে। শহরের মোড়ে মোড়ে পুলিশ, বিজিবি, আনসার ছাড়াও সেনাবাহিনী টহল দিচ্ছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বিধিনিষেধ না মানলে জরিমানা করছেন।