দেশজুড়ে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
শ্রদ্ধা আর ভালোবাসায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং আলোচনা সভার মধ্যদিয়ে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ বুধবার সকাল থেকে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে দলটির সব পর্যায়ের নেতাকর্মীরা।
আমাদের জেলা প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন:
আবু তাহের মুহাম্মদ, খাগড়াছড়ি: খাগড়াছড়িতে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় সংগীতের মধ্য দিয়ে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে সংগঠনটি। পরে সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
দিবসটি উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি রণ বিক্রম ত্রিপুরা।
এ সময় খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহসভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, যুগ্মসম্পাদক অ্যাডভোকেট আশুতোষ চাকমা, এম এ জব্বার, সংগঠনিক সম্পাদক পার্থ ত্রিপুরা জুয়েল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খোকনেশ্বর ত্রিপুরা, মহিলা বিষয়ক সম্পাদক শতরূপা চাকমা, দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, উপদপ্তর সম্পাদক সাংবাদিক নুরুল আজম, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক কে এম ইসমাইল হোসেন, জেলা ছাত্রলীগ আহ্বায়ক উবিক মোহন ত্রিপুরাসহ নেতাকর্মীরা এতে অংশ নেন।
অন্যদিকে, সচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ করেছে খাগড়াছড়ি জেলা ছাত্রলীগ। জেলা ছাত্রলীগের আহ্বায়ক উবিক মোহন ত্রিপুরার নেতৃত্বে এ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি রণ বিক্রম ত্রিপুরা। এ সময় জেলা আওয়ামী লীগসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
হালিম খান, নাটোর: নাটোরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও মোনাজাতের মধ্য দিয়ে দিনটি উদযাপিত করা হয়। সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের নেতৃত্বে সকালে নাটোর শহরের কান্দিভিটা দলীয় কার্যালয়ে এসব কর্মসূচি পালন করে নেতাকর্মীরা।
ভজন দাস, নেত্রকোনা: নেত্রকোনায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, কেক কাটা, মাস্ক বিতরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়েছে। সকালে দলীয় কার্যালয় ও সেক্টর কমান্ডারস ফোরাম কার্যালয়ে পৃথকভাবে পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
জেলা কার্যালয়ের কর্মসূচিতে জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান, সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরুসহ দলীয় নেতাকর্মীরা অংশ নেন।
অপরদিকে, জেলা সেক্টর কমান্ডারস ফোরাম কার্যালয়ে সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা মো. শামছুজ্জোহার সভাপতিত্বে অলোচনাসভায় অংশ নেন জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত রায়, মুক্তিযোদ্ধা আইয়োব আলীসহ অন্যরা।
শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট: জয়পুরহাটে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে স্বাস্থবিধি মেনে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেটের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও সাবেক সভাপতি অ্যাডভোকেট সামছুল আলম দুদু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।
দিবসটি উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবিতে তুলশীগঙ্গা নদীর দুপাশে ২০ হাজার বিভিন্ন জাতের গাছের চারা রোপন কর্মসূচি শুরু করেছে পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগ।
মো. জালাল উদ্দিন, কুমিল্লা: কুমিল্লায় মহানগর ও জেলা আওয়ামী লীগ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটির কার্যক্রম শুরু করে। সকাল ৯টায় নগরের রামঘাট দলীয় কার্যলয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাতের নেতৃত্বে মহানগর আওয়ামী লীগ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মহানগর যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদের নেতৃত্বে মহানগর যুবলীগ শ্রদ্ধা জানায়। একে একে স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা জানান। আজ বাদ আসর দলীয় কার্যালয়সহ নগরীর প্রতিটি ওয়ার্ডে মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
কে এম সবুজ, ঝালকাঠি: ঝালকাঠিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ সকালে শহরের টাউনহলের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। পরে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে পুষ্পমাল্য অর্পণ করে। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সহসভাপতি মো. সালাউদ্দিন আহম্মেদ সালেক, পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক তরুণ কর্মকার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, সদস্য আবু সাইদ খান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবদুর রশিদ হাওলাদার, সাধারণ সম্পাদক হাফিজ আলমাহমুদ ও জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির।
জাহিদুল ইসলাম, হিলি: দিনাজপুরের হিলিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ সকাল সাড়ে ৯টায় হিলি আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির শুরু করা হয়।
পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ নিহতদের রুহের মাগফেরাত কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশীদ, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আইয়ুব আলী, ময়মনসিংহ: ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উদ্যেগে তারেক স্মৃতি অডিটরিয়াম চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন গণপূর্তমন্ত্রী শরীফ আহমেদ। বক্তব্য দেন সংসদ সদস্য নাজিম উদ্দিন আহামেদ, মনিরা সুলতানা মনি, জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান পাঠান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল প্রমুখ।
সুভাষ চৌধুরী ,সাতক্ষীরা: আজ সকালে সাতক্ষীরা সদর উপজেলা মিলনায়তনে জেলা আওয়ামী লীগ আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান উদযাপিত হয়। এ সময় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সংসদ সদস্য একে ফজলুল হক। এতে আরও বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, শহীদুল ইসলাম, ফিরোজ কামাল শুভ্র, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, দলীয় নেতা শেখ শাহিদ উদ্দিন, লায়লা পারভিন সেঁজুতি, শেখ হারুনার রশীদ প্রমুখ।
কাকন রেজা, শেরপুর: শেরপুরে আজ সকালে জেলা শহরের চকবাজারস্থ আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়। সকালে পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক দেন জেলা আওয়ামী লীগ সভাপতি জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক।
সকাল ১০টায় শেরপুর জিকে পাইলট উচ্চবিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয় দোয়া ও আলোচনা সভা। আলোচনা সভায় বক্তব্য দেন শেরপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাজেদুল হক মিন, ফখরুল মজিদ খোকন প্রমুখ।
শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া : জেলায় আজ বিকেলে জেলা পরিষদের উদ্যোগে স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল আলমের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মো. হেলাল উদ্দিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মিনারা আলম প্রমুখ।
পরে দোয়া ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।