দেশে ডেঙ্গুতে মৃত্যু নেই, শনাক্ত ৭
দেশে গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় পাঁচজন ও ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে দুজন ভর্তি হয়েছে। এ সময়ে মৃত্যু হয়নি কারও। ফলে, চলতি বছরে মোট দুজনই অপরিবির্তিত রয়েছে।
আজ শনিবার (১৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১২৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৫০ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ৭৩ জন রোগী।
এদিকে, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৩৭৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ১৮২ জন এবং ঢাকার বাইরে ১৯৫ জন চিকিৎসা নেয়। চলতি বছরে ডেঙ্গুতে সুস্থ হয়েছে ২৫২ জন।
ক্যাপশন :
ফাইল ছবি