দেশে পৌঁছেছে জাপানের উপহারের ২ লাখ ৪৫ হাজার টিকা
জাপান থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দুই লাখ ৪৫ হাজার ডোজ করোনার টিকা দেশে এসে পৌঁছেছে। জাপান সরকার উপহার হিসেবে বাংলাদেশকে এ টিকাগুলো দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আজ শনিবার বেলা পৌনে ৩টায় টিকা নিয়ে ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এগুলো গ্রহণ করেন। এ সময় ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকিসহ দূতাবাসের কর্মকর্তা এবং স্বাস্থ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
টিকাগুলো গ্রহণ করে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘জাপান আমাদের বন্ধুপ্রতীম দেশ। জাপানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলে বাংলাদেশকে টিকা দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ করেছি। আমরা আশা করছি, আগামী শুক্রবার জাপান থেকে আরও পাঁচ লাখ টিকা আসবে। আমরা জাপান থেকে মোট ৩০ লাখের বেশি অ্যাস্ট্রাজেনেকার টিকা পাব বলে আশা করছি।’
জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি জানান, আগামী মাসের মধ্যে আরও প্রায় ২৮ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা বাংলাদেশে আসবে।