‘দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদের আন্দোলন ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে সরকার’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাধারণ মানুষের আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে সরকার। আগের মতো সরকার নিজেই ঘটনা ঘটিয়ে বিএনপিকে আগুন সন্ত্রাস আখ্যা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। জনগণ জেগে উঠেছে, আন্দোলন দমানো যাবে না।’
আজ শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৬তম কারামুক্তি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘নারায়ণগঞ্জে যুবদলকর্মী শাওন প্রধানকে পুলিশ বেআইনি অস্ত্র দিয়ে গুলি করে হত্যা করেছে। সেদিন গুলি করার পরিবেশ সৃষ্টি হয়নি। তবুও আন্তর্জাতিক আইন অমান্য করে গুলি চালিয়েছে পুলিশ।’
বিএনপির মহাসচিব বলেন, ‘লড়াই করতে হবে সবাইকে মিলে। বিএনপি যখনই জেগে উঠেছে, ঠিক তখনই দমিয়ে দিতে কাজ করছে সরকার। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে যখন সংগ্রাম চলছে, তখন আগুন সন্ত্রাস করে বিএনপির আন্দোলন ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করছে ক্ষমতাসীনরা। সতর্ক থাকতে হবে, যেনো কেউ বিএনপিকে বিপদে ফেলতে না পারে৷ বিএনপি কোনভাবেই পরাজিত হবে না।’
বিএনপির মহাসচিব আরও বলেন, ‘শাওনের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। সরকার আবার গায়েবি মামলায় বিএনপিকে দমাতে চায়। বেআইনিভাবে সংগ্রহ করা চাইনিজ রাইফেল দিয়ে এক এসআই শাওনকে গুলি করে।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিভ্রান্ত থাকার কোনো কারণ নাই। আওয়ামী লীগ ছাড় দেবে না, বিএনপিকে আদায় করে নিতে হবে। শাওন যুবদলের নেতা, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। মনোযোগ এড়াতে পুলিশ দিয়ে হামলা করে আন্দোলন থেকে জনগণের চোখ এড়াতে চাচ্ছে সরকার।’
আন্দোলনের মধ্য দিয়ে সরকার পতনের জন্য বাধ্য করতে হবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘সরকারকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে৷ তা নাহলে জনগণ তা কোনভাবেই মেনে নেবে না। সরকারের জন্য সেটাই ভালো জনগণের আন্দোলনের আগে যদি তারা মেনে নেন।’
উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত সভায় ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনের সভপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিএনপি নেতা শামা ওবায়েদ, কাদের গণি চৌধুরী, শাম্মী আক্তার, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপি নেতা তাইয়েফুল ইসলাম টিপু প্রমুখ।