ধর্ষণে ব্যর্থ হয়ে ‘ছাদ থেকে ফেলে হত্যাচেষ্টা’, যুবক আটক
সাভারে ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুল শিক্ষার্থীকে বাড়ির ছাদ থেকে ফেলে হত্যাচেষ্টার অভিযোগে রকি নামের (৩৫) এক যুবককে আটক করেছে পুলিশ। সাভারের ইমান্দিপুর এলাকায় গতকাল বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এরপরই এলাকাবাসী ওই যুবকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এলাকাবাসী বলছে, গতকাল সন্ধ্যায় সাভারের ইমান্দিপুর এলাকায় নিজেদের ভাড়া বাসার ছাদে নিয়ে স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থীকে (১৬) ধর্ষণের চেষ্টা করেন রকি। এ সময় চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে রকি ওই শিক্ষার্থীকে দোতলা বাড়ির ছাদ থেকে নিচে ফেলে দেন। এ সময় এলাকাবাসী রকিকে আটক করে সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
এরই মধ্যে আহত ওই শিক্ষার্থীকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, তিন দিন আগে ওই এলাকায় সাত বছরের আরেক শিশুকে ধর্ষণের চেষ্টা করেছিলেন রকি। এসব ঘটনায় সাভার মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এফ এম সায়েদ জানান, আটক যুবককে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হবে।