ধলেশ্বরী নদীতে নিখোঁজের পর দিনমজুরের লাশ উদ্ধার
মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল থেকে ধলেশ্বরী নদীতে পড়ে গিয়ে নিখোঁজের তিন ঘণ্টা পর মো. মুসলিবিন (২২) নামের এক দিনমজুরের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিদল। এর আগে আজ সকাল সাড়ে ৮টার দিকে নদীতে পড়ে নিখোঁজ হন তিনি।
নিহত মুসলিবিন লঞ্চঘাটের কাছে হাটলক্ষীগঞ্জ এলাকার হাফেজ দেলোয়ার হোসেনের ছেলে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানিয়েছে, আজ সকালে টার্মিনালের কিনারে দাঁড়িয়ে ছিলেন মুসলিবিন। হঠাৎ তিনি নদীতে পড়ে যান। এ সময় স্থানীয় অপর এক যুবক তাঁকে বাঁচানোর জন্য নদীতে ঝাঁপ দিয়েও ব্যর্থ হন। পরে বেলা ১১টার দিকে ঢাকা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরিদল উদ্ধার অভিযানে নামে। আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা সাড়ে ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু ইউসুফ বলেন, ‘খবর পেয়ে আজ সকাল ৯টার দিকে ঘটনাস্থলে যাই। তবে মুন্সীগঞ্জ ইউনিটে কোনো ডুবুরিদল না থাকায় ঢাকায় খবর দেই। সেখান থেকে বেলা ১১টার দিকে ডুবুরিদল ঘটনাস্থলে পৌঁছায়। এরপর আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে লাশ উদ্ধার করা হয়।’
এ ব্যাপারে সদর থানার উপপরিদর্শক (এসআই) কাজল দাস জানান, ওই যুবক কীভাবে নদীতে পড়ে গেলেন, এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এরই মধ্যে মরদেহ উদ্ধার করা হয়েছে।