ধামরাইয়ে প্রেমপ্রস্তাব প্রত্যাখ্যান করায় তরুণীকে ধর্ষণ
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ঢাকার ধামরাইয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই তরুণী চারজনের নাম উল্লেখ করে আজ সোমবার সকালে ধামরাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
প্রধান আসামির নাম সুমন হোসেন। অন্য আসামিরা হলেন সুমনের আপন ভাই শামীম হোসেন, সেলিম হোসেন ও আমজাদ হোসেন মরণ।
পুলিশ জানায়, কয়েক বছর ধরেই আসামি সুমন ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেন। কিন্তু ওই তরুণী তার প্রেমের প্রস্তাবে সাড়া দেননি। দীর্ঘদিন চেষ্টার পরও প্রেমে রাজি না হওয়ায় গত ৬ আগস্ট শুক্রবার রাতে অভিযুক্ত সুমন তার ঘরে ঢুকে মুখ চেপে ধরে হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করেন। এ সময় ওই তরুণী চিৎকার করলে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার এবং সুমনকে আটক করে। আটকের খবর পেয়ে অভিযুক্ত অন্য আসামিরা এসে তরুণীর পরিবারের লোকজনকে হুমকি-ধমকি ও হত্যার হুমকি দিয়ে সুমনকে ছাড়িয়ে নিয়ে যান।
পরে ওই তরুণী সুমনকে প্রধান আসামি করে অপর তিনজনের নাম উল্লেখ করে মামলা করেন।
এ বিষয়ে ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) আরাফাত উদ্দিন বলেন, ‘তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা করা হয়েছে। আসামিদের ধরতে অভিযান চালানো হচ্ছে। এ ছাড়া স্বাস্থ্য পরীক্ষার জন্য ভুক্তভোগী তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।