নওগাঁয় ট্রাক্টরের ধাক্কায় সাইকেল আরোহী নিহত
নওগাঁর সাপাহার উপজেলার চৌধুরীপাড়া মোড়ে মাহিন্দ্র ট্রাক্টরের ধাক্কায় অনিল রবিদাস (৩৫) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে সাপাহার উপজেলার চৌধুরীপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত অনিল রবিদাস উপজেলার গোবিন্দবাটি মাদ্রাসাপাড়ার নালু রবিদাসের ছেলে।
পুলিশ জানায়, অনিল রবিদাস আজ সকাল ৬টায় বাড়ি থেকে বের হন। সাড়ে ৬টার দিকে সাপাহার উপজেলার চৌধুরীপাড়া সংলগ্ন রাব্বানীর সারের দোকানের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাহিন্দ্র ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সাইকেল আরোহী অনিল রবিদাস ঘটনাস্থলে মারাত্মক আহত হন।
এ সময় স্থানীয়রা ট্রাক্টরটিসহ চালককে আটক করে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মিজানুর চৌধুরীর জিম্মায় রাখে। পরে আহত অনিলকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এরপর দুপুরে এ ব্যাপারে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকারের সঙ্গে কথা হলে তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চালককে গ্রেপ্তার এবং মাহিন্দ্র ট্রাক্টরটি জব্দ করা হয়। চালক মানিকুড়া উত্তরপাড়ার সোহেল রানা। এ ব্যাপারে সাপহার থানায় একটি মামলা করা হয়েছে। পুলিশ নিহত অনিলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।