নওগাঁয় পাগলের কুড়ালের কোপে মৎস্যজীবী নিহত, জনতার মারপিটে পাগলের মৃত্যু
নওগাঁর পত্নীতলায় এক পাগল ও মৎস্যজীবীর মধ্যে কথা-কাটাকাটিকে কেন্দ্র করে পাগলের কুড়ালের কোপে মৎস্যজীবী নিহত ও উত্তেজিত গ্রামবাসীর বেদম মারপিটে পাগলের মৃত্যু হয়েছে। পত্নীতলা উপজেলার আমাইড় ইউনিয়নের নালাপুর দক্ষিণপাড়া এলাকায় গতকাল রোববার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, পত্নীতলা উপজেলার আমাইড় ইউনিয়নের নালাপুর দক্ষিণপাড়া গ্রামের আছির উদ্দিন (৭০) ও একই উপজেলার ঘোষনগর ইউনিয়নের কৃষ্টরামপুর গ্রামের ফয়জুল ইসলাম (৪৫)।
নওগাঁর পত্নীতলা থানার পরিদর্শক (তদন্ত) অর্পন কুমার দাস জানান, গতকাল সন্ধ্যার দিকে ফয়জুল ইসলাম হাতে একটি কুড়াল নিয়ে নালাপুর মোড়ে যান। সেখানে ফয়জুল ইসলামকে দেখে মৎস্যজীবি আছির উদ্দিন তাঁকে পাগল বলে ডাক দেন। পাগল বলায় ফয়জুল আছির উদ্দিনের উপর ক্ষীপ্ত হয়ে যান। এ নিয়ে তাঁদের দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ফয়জুল ইসলামের হাতে থাকা কুড়াল দিয়ে আছির উদ্দিনের পিঠে ও মাথায় দুটি কোপ দেন। স্থানীয়রা দ্রুত আছির উদ্দিনকে উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসা দেওয়ার পর রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যা ৭টার দিকে তাঁর মৃত্যু হয়।
এ দিকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় পর স্থানীয় উত্তেজিত জনতা ফয়জুল ইসলামকে নালাপুর মোড়ে একটি গাছের সঙ্গে বেঁধে বেদম মারপিট করে। মারপিটের এক পর্যায়ে ফয়জুল ইসলাম অজ্ঞান হয়ে পড়েন। খবর পেয়ে আজ রাত ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে মুমুর্ষু অবস্থায় উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাঁকেও মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
এ বিষয়ে আমাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, ‘ফয়জুলের মাথায় একটু সমস্যা আছে। মাঝে মাঝেই সে অস্বাভাবিক আচরণ করে। ধারালো কুড়াল নিয়ে গ্রামের একে ওকে তাড়া করে। এলাকায় লোকজন তাকে পাগল হিসেবে চেনে এবং জানে। তার সাথে কেউ কথাবার্তা বলে না। সে সব সময়ই ধারালো কুড়াল হাতে বাড়ী থেকে বের হয়। গতকাল সন্ধ্যায় সে নাকি পার্শ্ববর্তী গ্রাম নালাপুর মোড়ে গিয়েছিল। সেখানে নালাপুর গ্রামের আছির উদ্দিনের সঙ্গে তাঁর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ফয়জুল ইসলাম কুড়াল দিয়ে আছির উদ্দিনের পিঠে ও মাথায় দুটি কোপ দেয়। এ দিকে এ ঘটনার পর উত্তেজিত লোকজন ফয়জুল ইসলামকে গাছের সঙ্গে বেঁধে বেদম মারধর করেন। এতে তাঁর মৃত্যু হয়।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁর পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফতাব উদ্দিন বলেন, ফয়জুল ইসলামকে পাগল বলায় সে ক্ষিপ্ত হয়ে হাতে থাকা ধারালো কুড়াল দিয়ে আছির উদ্দিনকে কুপিয়ে হত্যা করে। পরে উত্তেজিত গ্রামবাসী ফয়জুল ইসলামকে গাছের সঙ্গে বেঁধে বেদম মারপিট করলে রাতে সেও মারা যায়। দুইজনেরই অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুরো ঘটনার তদন্ত চলছে। নিহত দুজনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।