নওগাঁয় স্বতন্ত্র প্রার্থী ও সমর্থকদের ওপর হামলার অভিযোগ
নওগাঁর রাণীনগরে নির্বাচনী প্রচারণাকালে কাশিমপুর ইউপির আওয়ামী লীগ বিদ্রোহী (স্বতন্ত্র) চেয়ারম্যান প্রার্থী আব্দুল মান্নান ও তার সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে নৌকার প্রার্থী আলমগীর হোসেন ও তার সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর অন্তত পাঁচ কর্মী সমর্থক আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলার কাশিমপুর ইউপির বাহাদুরপুর গ্রামের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
কাশিমপুর ইউনিয়ন পরিষদের (মোটরসাইকেল মার্কা) স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল মান্নান জানান, ‘গতকাল সন্ধ্যার পর ৫-৭টি মোটরসাইকেলে আমার সমর্থকদের নিয়ে ইউনিয়নে নির্বাচনী প্রচারণার জন্য বের হই। প্রচারণাকালে বাহাদুরপুর গ্রামের বাজারের সামনে পৌঁছালে ওৎ পেতে থাকা নৌকা প্রার্থীর সমর্থকরা আমার ও আমার সমর্থকদের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় আমাকেসহ আমার সমর্থকদের রড, লাঠি ও বাটাম দিয়ে মারপিট শুরু করে। এ সময় আমরা জীবনের ভয়ে সেখান থেকে পালিয়ে যাই। এ সময় নৌকা সমর্থকের লোকজন আমাদের ৪-৫টি মোটরসাইকেল ভাঙচুর করে। এ ঘটনায় আমাদের পাঁচজন আহত হয়েছেন।’
ওই প্রার্থী আরও জানান, ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা এবং থানার ওসিকে বিষয়টি আমি জানিয়েছি।
এদিকে, কাশিমপুর ইউপির আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আলমগীর হোসেন ও তার সমর্থকদের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেছেন।
এ ব্যাপারে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
এ ব্যাপারে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো বলেন, ‘ঘটনাটি জানার পর ঘটনাস্থলে গিয়েছিলাম। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’