নওগাঁয় ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৫৯, আক্রান্তের হার ২৬ শতাংশ
নওগাঁ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৯ ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় আক্রান্তের হার শতকরা ২৫ দশমিক ৫৪ শতাংশ।
নওগাঁর সিভিল সার্জন ডা. এ বি এম আবু হানিফ আজ শনিবার দুপুরে জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় মোট ২৩১ ব্যক্তির নমুনা পরীক্ষা করে এই ৫৯ জনের শরীরে করেনাভাইরাস শনাক্ত হয়েছে। যাদের পরীক্ষা করা হয়েছে তাদের মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পিসিআর ল্যাবে ১০৩ জন এবং নওগাঁ সদর হাসপাতালে অ্যান্টিজেন পরীক্ষায় ১২৮ জন। এ সময় আক্রান্তের হার শতকরা ২৫ দশমিক ৫৪ শতাংশ।
সূত্রমতে, উপজেলাভিত্তিক করোনাভাইরাসে আক্রান্তের পরিমাণ হচ্ছে সদর উপজেলায় ১৬ জন, রানীনগরে একজন, আত্রাইয়ে চারজন, মহাদেবপুরেৱ চারজন, মান্দায় ছয়জন, বদলগাছিতে একজন, পত্নীতলায় সাতজন, ধামইরহাটে ছয়জন, নিয়ামতপুরে দুইজন, সাপাহারে সাতজন এবং পোরশা উপজেলায় পাঁচজন।
এ পর্যন্ত নওগাঁ জেলায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা হলো দুই হাজার ৮০৩ জন।
এই ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন সাতজন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন দুই হাজার ১৪৫ জন। সেই হিসাবে জেলায় বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত রয়েছেন ৬৫৮ জন।
এ সময় হোম কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে ২৯ জনকে এবং কোয়ারেন্টিনে থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে ২৮ ব্যক্তিকে। বর্তমানে কোয়ারেন্টিনে রয়েছে এক হাজার ৮০৩ জন।
সূত্রমতে, জেলা সদরের আধুনিক হাসপাতালসহ জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি রয়েছেন ৪১ জন। আক্রান্ত অন্য ব্যক্তিরা নিজ নিজ বাড়িতে থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসাসেবা নিচ্ছেন।