রায়পুর গণপাঠাগার পুনরায় চালুর দাবিতে স্মারকলিপি
সম্প্রতি বন্ধ করে দেওয়া লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা সদরে অবস্থিত রায়পুর গণপাঠাগার পুনরায় চালুর দাবিতে স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার সংহতির নেতৃবৃন্দ। আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগমের সাথে দেখা করে তারা স্মারকলিপির মাধ্যমে পাঠাগারটি দ্রুত চালুর দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার সংহতির আহ্বায়ক মো. শাহনেওয়াজ, সদস্য সচিব জহির উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আনিসুল হোসেন তারেকসহ ঢাকা মহানগরের বিভিন্ন পাঠাগারের প্রতিনিধিরা।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, রায়পুর উপজেলা পরিষদ সড়কের মার্চেন্টস একাডেমির সামনে সরকারি জমিতে ২০২২ সালে লাইব্রেরি ভবনটি নির্মাণ করে উপজেলা প্রশাসন। স্থানীয় শিক্ষানুরাগীদের সহযোগিতায় ও সরকারের বিভিন্ন প্রকল্পের টাকা দিয়ে পাঠাগার ভবন নির্মাণের উদ্যোগ নেন সাবেক রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন দাস। সরকারি খাস জমিতে প্রায় পাঁচ হাজার বই দিয়ে প্রায় ৯০০ বর্গফুট জমিতে গড়ে তোলা ভবনটি ২০২৩ সালে ৩ জানুয়ারি উদ্বোধন করেন সাবেক জেলা প্রশাসক আনোয়ার হোসেন আকন্দ। এই পাঠাগারটি রায়পুর উপজেলার একমাত্র পাঠাগার। উদ্বোধনের পর থেকে প্রতিদিন শতাধিক পাঠক পাঠাগারে বই পড়তে আসেন। পাঠাগার পরিচালনার দায়িত্বে একজন গ্রন্থাগারিক নিয়োগ দেওয়া হয়েছে; কিন্তু এক মাস ধরে পাঠাগারটি বন্ধ। সব বইও সরিয়ে নেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে, পাঠাগারটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ভাড়া দেওয়া হচ্ছে।
স্মারকলিপিকে আরও বলা হয়, আপনি জানেন বর্তমান সময়ে একটা পাঠাগার গড়ে তোলা এবং সচল রাখা অত্যন্ত কঠিন কাজ। দেশের অনেক স্বনামধন্য পাঠাগার বিভিন্ন কারণে হয় বন্ধ অথবা বন্ধের পর্যায়ে। এমন অবস্থায় একটি পাঠাগারকে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য জায়গা ছেড়ে দেওয়ার মতো ঘটনা কেবল এদেশের বেসরকারি গ্রন্থাগারের জন্যই নয়, পাঠকদের জন্যও হতাশাজনক।
এমন অবস্থায় আমরা মনে করি, এই পাঠাগারটিকে শুধু চালুই নয়, আরও শক্তিশালী করে এর গুরুত্ব জাতির কাছে তুলে ধরার প্রয়াস অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেসরকারি পাঠাগারের অভিভাবক হিসেবে জাতীয় গ্রন্থকেন্দ্রের কাছে আমাদের প্রত্যাশা, এ বিষয়ে আপনি প্রয়োজনীয় ভূমিকা গ্রহণ করবেন।