নওগাঁয় ৩ কোটি টাকার মাদক ধ্বংস
নওগাঁ ও জয়পুরহাট জেলা থেকে জব্দ দুই কোটি ৯০ লাখ আটহাজার ১৬০ টাকার বিভিন্ন ধরনের মাদকদ্রব্য আনুষ্ঠানিকভাবে ধ্বংস করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে পত্নীতলার ১৪ বিজিবি ব্যটালিয়ন গ্রাউন্ডে এই মাদক ধ্বংস করা হয়।
এ সময় নওগাঁ জেলা সদরের ব্যাটালিয়ন ১৬ বিজিবি ও পত্নীতলা উপজেলা সদরের ব্যাটালিয়ন ১৪ বিজিবির ২০১৯ সালের ১ অক্টোবর থেকে চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত জব্দ করা মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
অনুষ্ঠানে নওগাঁ ও জয়পুরহাট জেলা থেকে পত্নীতলা ব্যাটালিয়নের উদ্ধার করা ছয় হাজার ৩৩১ বোতল মদ, ২২ হাজার ৭১৭ বোতল ফেনসিডিল, ১০ হাজার ৮৬০ বোতল নেশাজাতীয় সিরাপ, ১৪৪ দশমিক ৭৭০ কেজি গাঁজা, চার হাজার ৮৭৭টি নিষিদ্ধ ট্যাবলেট, ১১ হাজার ৮৪৮টি নেশাজাতীয় ইনজেকশন, ৩৭৩টি ইয়াবা ট্যাবলেট ধ্বংস করা হয়। যার মূল্য দুই কোটি ৫৮ লাখ ১০ হাজার ৭৯৫ টাকা।
এদিকে, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে নওগাঁ ব্যাটালিয়নের উদ্ধার করা ১৪৩ বোতল ও ২৭ প্যাকেট মদ, এক হাজার ৪৭৭ বোতল ফেনসিডিল, ৩৪ দশমিক ১৯০ কেজি গাঁজা, ৫৩৬টি ইয়াবা, ১১৬ গ্রাম (৭৭ পুড়িয়া) হেরোইন, ৮৬৯টি নেশাজাতীয় ট্যাবলেট, ১৬৫ দশমকি পাঁচ কেজি গুড়া তামাক, ৪১ হাজার ১৭২ প্যাকেট পাতার বিড়ি এবং ২১৫ কেজি টেনডু পাতার বিড়ি উদ্ধার করা হয়েছে। যার আর্থিক মূল্য ৩১ লাখ ৯৭ হাজার ৩৬৫ টাকা।
এ ছাড়া বিভিন্ন সময় নওগাঁ ১৬ বিজিবি ও পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়নের উদ্ধার করা ১১টি কষ্টি পাথরের ও তিনটি সিমেন্টের মূর্তি প্রত্নতত্ত্ব বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
মাদকদ্রব্য ধ্বংস করার সময় প্রধান অতিথি ছিলেন—বিজিবি উত্তর পশ্চিম রিজিয়ন সদর দপ্তর রংপুরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এবিএম নওরোজ এহসান। বিশেষ অতিথি ছিলেন—রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল মো. আনোয়ার লতিফ, নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আসাদুজ্জামান, জেলা প্রশাসক খালিদ মেহেদি হাসান, পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, সিভিল সার্জন ডাক্তার এবিএম রাইহানুজ্জামন সরকার, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাজেদুর রহমান এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. লোকমান হোসেন।