নওগাঁ থেকে ৬ অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার
র্যাব-৫-এর রাজশাহী মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে নওগাঁর নিয়ামতপুর উপজেলার আড্ডাবাজার থেকে ছয়টি অবৈধ অস্ত্র জব্দ এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করে। গতকাল রোববার সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব অস্ত্র করে। র্যাবের দাবি, সাম্প্রতিককালে উত্তরাঞ্চলে অবৈধ অস্ত্রের সবচেয়ে বড় চালান জব্দের ঘটনা এটি।
গ্রেপ্তারকৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার শেখপাড়া গ্রামের মো. হৃদয় (২৭) ও একই উপজেলার হামিদপাড়া গ্রামের মো. শিশির (২০)।
আজ সোমবার দুপুরে রাজশাহী র্যাব সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান জানান, জব্দকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি রিভলবার ও পাঁচটি ওয়ানশুটার গান। অস্ত্রের সঙ্গে এক রাউন্ড গুলিসহ হৃদয় ও শিশির নামের দুজনকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের দাবি, গ্রেপ্তারকৃতরা শীর্ষ অস্ত্র ব্যবসায়ী। চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে অস্ত্রগুলো কিনে তারা অটোরিকশায় নওগাঁ যাচ্ছিলেন। সেখান থেকে অস্ত্রগুলো ট্রাকে করে বগুড়া নিয়ে যাওয়ার কথা ছিল।