নওগাঁ সদর ও রানীনগরে চেয়ারম্যান পদপ্রার্থী ১২৭
নওগাঁ জেলার সদর ও রানীনগর উপজেলার ২০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১২৭ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ২৪৫ জন এবং সাধারণ সদস্য পদের জন্য ৭২৭ প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
নওগাঁ জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহমুদ হাসান জানান, নওগাঁ সদর উপজেলার ১২টি এবং রানীনগর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল গতকাল রোববার। ইউপি চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের ২০ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ১৯ জন, জাতীয় পার্টির সাত জন, ওয়ার্কার্স পার্টির একজন এবং স্বতন্ত্র পদপ্রার্থী ৮০ জন।
সূত্র মতে, নওগাঁ সদর উপজেলার ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১২টি পদের বিপরীতে ৭৩ জন, সংরক্ষিত ওয়ার্ডে নারী সদস্য পদে ৩৬টি পদের বিপরীতে ১৫৪ জন এবং সাধারণ সদস্য পদে ১০৮টি পদের বিপরীতে ৪৪২ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
নওগাঁ সদর উপজেলায় ইউনিয়নভিত্তিক মনোনয়নপত্র দাখিলের সংখ্যা হলো, বর্ষাইল ইউনিয়নে ইউপি চেয়ারম্যান পদে তিন জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৪ জন ও সাধারণ সদস্য পদে ৪০ জন, কীর্ত্তিপুরে চেয়ারম্যান পদে ছয় জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১২ জন ও সাধারণ সদস্য পদে ৩১ জন, বক্তারপুরে চেয়ারম্যান পদে ছয় জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১০ জন ও সাধারণ সদস্য পদে ৩৬ জন, তিলকপুরে চেয়ারম্যান পদে চার জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৫ জন ও সাধারণ সদস্য পদে ৪৫ জন, হাপানিয়া ইউনিয়নে ইউপি চেয়ারম্যান পদে পাঁচ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৮ জন ও সাধারণ সদস্য পদে ৩৬ জন, দুবলহাটি ইউনিয়নে ইউপি চেয়ারম্যান পদে আট জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৭ জন ও সাধারণ সদস্য পদে ৪৩ জন, বোয়ালিয়া ইউনিয়নে ইউপি চেয়ারম্যান পদে ছয় জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৪ জন ও সাধারণ সদস্য পদে ৩৮ জন, হাঁসাইগাড়ি ইউনিয়নে ইউপি চেয়ারম্যান পদে সাত জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১০ জন ও সাধারণ সদস্য পদে ৩৪ জন, চণ্ডিপুর ইউনিয়নে ইউপি চেয়ারম্যান পদে ১০ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন ও সাধারণ সদস্য পদে ৪১ জন, বলিহার ইউনিয়নে ইউপি চেয়ারম্যান পদে ছয় জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন ও সাধারণ সদস্য পদে ৩৬ জন, শিকারপুর ইউনিয়নে ইউপি চেয়ারম্যান পদে ছয় জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১২ জন ও সাধারণ সদস্য পদে ২৯ জন এবং শৈলগাছি ইউনিয়নে ইউপি চেয়ারম্যান পদে ছয় জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১০ জন ও সাধারণ সদস্য পদে ২৯ জন।
এদিকে, রানীনগর উপজেলার আটটি ইউনিয়নে বিভিন্ন পদে প্রার্থীদের সংখ্যা হচ্ছে রানীনগর ইউনিয়নে ইউপি চেয়ারম্যান পদে চারজন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৪ জন ও সাধারণ সদস্য পদে ৩৮ জন। কাশিমপুর ইউনিয়নে ইউপি চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৪ জন ও সাধারণ সদস্য পদে ৪০ জন। কলিগ্রাম ইউনিয়নে ইউপি চেয়ারম্যান পদে সাত জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১০ জন ও সাধারণ সদস্য পদে ৪০ জন, একডালা ইউনিয়নে ইউপি চেয়ারম্যান পদে আটজন, সংরক্ষিত নারী সদস্য পদে ১২ জন ও সাধারণ সদস্য পদে ৩০ জন, গোনা ইউনিয়নে ইউপি চেয়ারম্যান পদে ১০ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১০ জন ও সাধারণ সদস্য পদে ৩৭ জন, মিরাট ইউনিয়নে ইউপি চেয়ারম্যান পদে সাত জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৯ জন ও সাধারণ সদস্য পদে ৩১ জন, পারইল ইউনিয়নে ইউপি চেয়ারম্যান পদে সাত জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন ও সাধারণ সদস্য পদে ৩০ জন এবং বড়গাছা ইউনিয়নে ইউপি চেয়ারম্যান পদে চার জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১২ জন ও সাধারণ সদস্য পদে ৩৯ জন।
উল্লেখ্য, আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে নওগাঁর নওগাঁ সদর উপজেলার ১২টি ইউনিয়নে ও রানীনগর উপজেলার আটটি ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ২০টি ইউনিয়নের মধ্যে নওগাঁ সদর উপজেলার বক্তারপুর এবং রানীনগর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ইভিএমের মাধ্যমে আর বাকি ১৮টি ইউপিতে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।