নতুন কর আরোপের প্রতিবাদে লক্ষ্মীপুর পৌরবাসীর মানববন্ধন
করোনাকালেও লক্ষ্মীপুর পৌরবাসীর ওপর সীমাহীন করের বোঝা চাপিয়ে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে পৌরবাসীর ব্যানারে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক আবদুল মতলব, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, পৌর কমিটির সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর, আওয়ামী লীগনেতা বদরুল আলাম শাম্মি, যুবলীগনেতা এহতেশাম হায়দার বাপ্পী, রেজাউল করিম জেনি, সাবেক ছাত্রলীগনেতা রাকিব হোসেন লোটাসহ পৌসভার বিভিন্ন এলাকার দুই শতাধিক নারী-পুরুষ।
বক্তারা বলেন, পৌর মেয়র আবু তাহের নিয়ম বহির্ভূতভাবে পৌরবাসীর ওপর সীমাহীন করের বোঝা চাপিয়ে দিয়েছেন। আগে এক হাজার ৫০০ টাকার করের স্থলে নতুন করে ৭৩ হাজার টাকার নোটিশ দিয়েছেন। সাত হাজার টাকার করের স্থলে ১১ লাখ টাকার নোটিশ দিয়েছেন। ২০০ টাকার করের স্থলে তিন হাজার টাকার নোটিশ দিয়েছেন। করোনা মহামারির সময় করের এমন নোটিশ পৌরবাসীর কাছে পুরোই বোঝা ও হতাশাজনক। এক মেয়াদে একবার করারোপ করার কথা থাকলেও তিনি তিনবার করারোপ করেছেন।
মানববন্ধনে দ্রুত কর কমিয়ে পৌরবাসীর মাঝে স্বস্তি ফিরিয়ে আনারও দাবি জানানো হয়।