নদীতে গোসল করতে গিয়ে দুই শিক্ষার্থীর মৃত্যু
নদীতে গোসল করতে গিয়ে গাজীপুরে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দুটি পৃথক ঘটনায় তারা মারা যায়। আজ রোববার তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত স্কুল শিক্ষার্থীরা হলো—গাজীপুর মহানগরীর সদর থানাধীন নীলেরপাড়া এলাকার সোহেলের ছেলে শাহেদ রহমান মুন্না (১৩), একই থানার টেক নগপাড়া এলাকার জসিম উদ্দিনের ছেলে মাহিন হোসেন (১৪)।
এদের মধ্যে মুন্না নীলেরপাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এবং মাহিন স্থানীয় সাইনিংপাথ স্কুলের নবম শ্রেণির ছাত্র।
নিহত মুন্নার স্বজনরা জানান, আজ সকালে বন্ধুদের সঙ্গে জোয়ারের পানিতে গোসল করতে বাড়ির পাশের চিলাই নদীর শাখা খালের ইছালী ব্রিজে যায় মুন্না। সেখানে পূবাইল-জয়দেবপুর সড়কের ইছালী ব্রিজের ওপর থেকে লাফ দিয়ে খালে নেমে পানিতে তলিয়ে যায় মুন্না। এ সময় তার বন্ধুরা সাঁতরে পাড়ে উঠে এলেও নিখোঁজ থাকে মুন্না।
বন্ধুদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে পানির নিচ থেকে মুন্নার মরদেহ উদ্ধার করে।
এদিকে, গতকাল শনিবার বিকেলে তিন সহপাঠী বন্ধুর সঙ্গে তুরাগ নদে গোসল করতে যায় মাহিন। গোসলের একপর্যায়ে পানির স্রোতে তলিয়ে যায়। এ সময় তার বন্ধুরা সাঁতরে পাড়ে উঠে এলেও নিখোঁজ থাকে মাহিন। বন্ধুদের আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। নদীতে খোঁজাখুঁজির একপর্যায়ে আজ ঘটনাস্থলের কাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জিএমপির সদর থানার পরিদর্শক সৈয়দ রাফিউল করিম জানান, উভয় ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।