নবজাতককে পানিতে ফেলে ‘হত্যা’ করলেন মা!
পরপর চারটি কন্যাসন্তান জন্ম দেওয়ায় পারিবারিক অসন্তোষের মুখে আট দিনের কন্যাশিশুকে পুকুরে ফেলে হত্যা করেছেন মা। শ্বশুরবাড়ির লোকজনের নিন্দা ও গালি সহ্য করতে না পেরে এমন ঘটনা ঘটিয়েছেন মা শ্যামলী ঘোষ (৩৬)। তিনি এখন পুলিশ হেফাজতে রয়েছেন।
গতকাল মঙ্গলবার রাতের কোনো এক সময় তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘ওই গ্রামের মানিক-শ্যামলী ঘোষ দম্পত্তির পরপর তিনটি কন্যাসন্তান হয়। এবার পুত্রসন্তান হবে এমন আশায় ছিলেন তারা। আট দিন আগে শ্যামলী ঘোষ যে শিশুটির জন্ম দেন সেটিও ছিল কন্যাসন্তান। এতে শ্বশুর- শাশুড়ি ও ননদসহ সবাই নিন্দা ও গালমন্দ করে শ্যামলী ঘোষকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এতে মনোক্ষুন্ন হয়ে শ্যামলী ঘোষ তাঁর শিশু সন্তানটিকে গতকাল রাতে বাড়ির পাশে একটি পুকুরে ফেলে দেন। আজ বুধবার সকালে বিষয়টি জানাজানি হলে পুলিশ লাশটি উদ্ধার করে।’
গ্রেপ্তারকৃত শ্যামলী ঘোষ শিশুটি হত্যার দায় স্বীকার করে পুলিশকে জানিয়েছে, ‘আমি পারিবারিক নিন্দা আর সহ্য করতে পারছিলাম না। এজন্যই এ ঘটনা ঘটাতে বাধ্য হয়েছি।’
এ ঘটনায় আরও তদন্ত চলছে বলে জানান ওসি।