নববর্ষে জঙ্গি হামলার তথ্য নেই, এবার আকাশ পথেও নজরদারি : র্যাব
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ‘গোয়েন্দা তথ্য, সাইবার মনিটরিংসহ অন্যান্য তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, বাংলা নববর্ষকে কেন্দ্র করে কোনো ধরনের জঙ্গি হামলার ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।’
‘তবুও আমরা আত্মতুষ্টিতে ভুগছি না। গোয়েন্দা নজরদারি ও সাইবার জগতে মনিটরিং বৃদ্ধির মাধ্যমে জঙ্গিদের নাশকতার পরিকল্পনা নস্যাৎ করে দিতে প্রস্তুত রয়েছে র্যাব’, যোগ করেন র্যাবের মহাপরিচালক।
র্যাবের ডিজি আরও বলেন, ‘ভার্চুয়াল জগতে নর্ববর্ষকে কেন্দ্র করে যেকোনো ধরনের গুজব, উসকানিমূলক তথ্য, মিথ্যা তথ্য ছড়ানো প্রতিরোধেও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে র্যাব সাইবার মনিটরিং টিম অনলাইনে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রাখছে।’
আজ বুধবার দুপুরে রাজধানীর রমনা বটমূলে পহেলা বৈশাখ-১৪২৯ ‘বাংলা নববর্ষ’ উদযাপন উপলক্ষ্য সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে র্যাবের মহাপরিচালক এ মন্তব্য করেন।
চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘এ যাবৎ দেশে নানা ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। সেজন্য আমরা প্রস্তুত থাকি, যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে না পারে। মানুষের নিরাপত্তা দেওয়া আমাদের কাজ। সে চিন্তা থেকে পোশাকে ও সাদা পোশাকে সারা দেশে র্যাবের টহল দল মোতায়েন থাকবে। যেকোনো আইনভঙ্গকারীকে প্রতিহত করবে র্যাব।’
চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘আমরা এবার আকাশ পথেও নিরাপত্তা দেব। আকাশ পথে হেলিকপ্টারে করে সম্ভাব্য সব স্থানে নজরদারি রাখা হবে। মোটরসাইকেল টহল দল থাকবে। সাদা পোশাকে র্যাবের গোয়েন্দা সদস্য মোতায়েন থাকবে। ডগ স্কোয়াড মোতায়েন থাকবে। থাকবে স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স। তাৎক্ষণিক যেকোনো প্রয়োজনে তাদের নামানো হবে। এ ছাড়া র্যাবের সাইবার মনিটরিং টিম সাইবারে নজরদারি করবে। র্যাবের স্পেশাল ফোর্স মোতায়েন থাকবে। কন্ট্রোল রুমের মাধ্যমে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা করা হবে। র্যাবের ইউনিফর্ম ও সাদা পোশাকে সদস্যরা মোতায়েন থাকবে। এ ছাড়া প্রয়োজনীয় সংখ্যক রিজার্ভ ফোর্স মোতায়েন থাকবে।’
বাংলা নববর্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে বলেও জানান সংস্থাটির মহাপরিচালক।
র্যাবের ডিজি জানান, ঢাকা মহানগরীর রমনার বটমূল, ঢাকা বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র সরোবর, শিল্পকলা একাডেমি, বিআইসিসি ভবন, নজরুল একাডেমি, উত্তরা মাঠসহ বিভিন্নস্থানে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত এলাকাসমূহে নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। টিএসসি, শাহবাগ ও সোহরাওয়ার্দী উদ্যান এবং রমনা বটমূলে নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত পরিক্ষণ চেকপোস্ট, টহল ও অবজারভেশন পোস্ট স্থাপন করা হয়েছে।