নাটোরে ইউপি চেয়ারম্যান প্রার্থী বদলের দাবিতে সংবাদ সম্মেলন
দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নাটোর সদর উপজেলার বড় হরিশপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী পরিবর্তনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা। আজ রোববার দুপুরে শহরের একটি কনফারেন্স সেন্টারে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম বলেন, দল মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান চেয়ারম্যান ওসমান গনি ভুইয়া এবং তার ছেলে এলাকার ত্রাস। মোটা অঙ্কের টাকার বিনিময়ে তারা নাকি মনোনয়ন কিনে এনেছেন। এলাকায় প্রকাশ্যে তারা এ প্রচার চালাচ্ছেন। এ অবস্থায় ওসমান গনির মনোনয়ন বাতিল করা না হলে বড় হরিশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সব নেতা পদত্যাগ করবেন বলেও ঘোষণা দেওয়া হয় সংবাদ সম্মেলনে।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজা বলেন, আমরা আওয়ামী লীগের রাজনীতি করি। প্রধানমন্ত্রীর হাত শক্তিশালী করতেই রাজনীতি করি। তিনিও বড় হরিশপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী পরিবর্তনের দাবি জানান।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসলামুর রহমান বলেন, আমাদের আজকের এই সংবাদ সম্মেলনের একটাই কারণ, ওসমান গনির এ মনোনয়ন অবশ্যই বাতিল করতে হবে।
সংবাদ সম্মেলনে বড় হরিশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজা ও সাধারণ সম্পাদক আসলামুর রহমানসহ বেশিরভাগ নেতাই উপস্থিত ছিলেন।
জানা গেছে বড় হরিশপুর ইউনিয়নে দল মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান চেয়ারম্যান ওসমান গনি ভুইয়া সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান গ্রুপের নেতা। অপর দিকে সাবেক ছাত্রলীগনেতা মাসুম সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল গ্রুপের নেতা।