নাটোরে দুই ভুয়া র্যাব সদস্য আটক
নাটোরের বড়াইগ্রাম উপজেলা থেকে দুই ভুয়া র্যাব সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল রোববার সন্ধ্যায় কোম্পানি কমান্ডার মেজর সানরিয়া চৌধুরীর নেতৃত্বে র্যাব-৫ নাটোর ক্যাম্পের সদস্যরা তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন সেলিম মোর্শেদ ও এরশাদ আলী। তাদের বাড়ি পাবনার সাথিয়া উপজেলায়।
এ সময় তাদের কাছ থেকে ভুয়া পরিচয়পত্রসহ প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন কাগজপত্র ও পুলিশের স্টিকারযুক্ত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
র্যাব জানায়, গতকাল সন্ধ্যায় কোম্পানি কমান্ডার মেজর সানরিয়া চৌধুরীর নেতৃত্বে র্যাব-৫ নাটোর ক্যাম্পের সদস্যরা জেলার বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদ এলাকায় অভিযান চালান। সেখানে ভয়ভীতি ও প্রতারণা করে অর্থ আদায়ের সময় সেলিম মোর্শেদ ও এরশাদ আলী নামে ওই দুই ভুয়া র্যাব সদস্যকে গ্রেপ্তার করা হয়।
র্যাব আরও জানায়, আজ তাদের বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রতারণা ও ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে মামলা করা হয়েছে। মামলার বাদী উপজেলার গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক।