নাটোর আ.লীগের নেতাকর্মীদের কাপুরুষ আখ্যা বিএনপি নেত্রীর
নাটোর আওয়ামী লীগের নেতাকর্মীদের কাপুরুষ আখ্যা দিয়ে তাদের জন্য চুড়ি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপিনেত্রী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবি।
আজ সোমবার দুপুরে নাটোর উপশহর মাঠে পৌর ও সদর থানা বিএনপি আয়োজিত সমাবেশে এ কথা বলেন ছবি।
জ্বালানি তেলসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি, দলের কর্মসূচিতে হামলা, হত্যার প্রতিবাদ এবং রাজশাহী বিভাগীয় সমাবেশ সফল করার প্রস্তুতি হিসেবে এ সমাবেশ আয়োজন করে বিএনপি।
এ জন্য সকাল থেকে বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা সমাবেশস্থলে যাওয়া শুরু করে। সমাবেশমুখী নেতাকর্মীদের পথে পথে বাধা এবং মারপিটের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অনুষ্ঠানের প্রধান বক্তা সাবিনা ইয়াসমিন ছবি স্থানীয় আওয়ামী লীগের নেতাদের উদ্দেশে এসব কথা বলেন।
ছবি বলেন, প্রশাসন যদি নিরপেক্ষ অবস্থান নেয় তাহলে নাটোরে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাস্তায় দাঁড়াতে পারবে না। প্রশাসনের উপস্থিতিতে তারা কাপুরুষের মতো নিরীহ নেতাকর্মীদের পিটিয়ে আহত করে পুরুষ হওয়ার চেষ্টা করছে।