নাতনিকে ধর্ষণচেষ্টার মামলায় নানা কারাগারে
বাগেরহাটের রামপাল উপজেলায় কিশোরী নাতনিকে (১৩) ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার রাতে এ ঘটনায় মামলার পর নানা ফজিলত খাঁকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই কিশোরী তার নানার বাড়িতে থেকে লেখাপড়া করত। গত ৩ ডিসেম্বর দুপুরে খাবার কিনতে স্কুলের পাশে ফজিলত খাঁর মুদি দোকানে যায় ওই কিশোরী। এ সময় দোকানের পাশের ফাঁকা জায়গায় নিয়ে ওই কিশোরীকে ধর্ষণের চেষ্টা করেন ফজিলত খাঁ। পরে ওই কিশোরীর নানি বাদী হয়ে গতকাল বুধবার রাতে থানায় মামলা করেন। অভিযুক্ত ব্যক্তি কিশোরীর নানির ছোট ভাই।
এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুরুল আলম বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।’