নারায়ণগঞ্জে কিশোরীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলায় দেশীয় অস্ত্রসহ সানি নামের এক ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে সদর উপজেলার সেহাচর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে দুপুরে তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে ফতুল্লা থানায় একটি মামলা করেন ভিকটিম কিশোরীর মা।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, গতকাল রোববার বিকেলে ওই কিশোরীর মা ডাক্তারের কাছে যাওয়া জন্য মেয়েকে খালার বাসায় রেখে যান। বিকেল সাড়ে ৪টার দিকে কাপড় নিয়ে ছাদ থেকে নামার সময় সানি মেয়েটির মুখ চেপে ধরে একটি ফাঁকা ঘরে নিয়ে ধর্ষণ করেন। কিশোরীটি কিছুটা বুদ্ধি প্রতিবন্ধী। সানি তাকে প্রায়ই উত্ত্যক্ত করতেন বলে পুলিশকে জানিয়েছেন তার মা।
ওসি আরো জানান, মামলার পর অভিযুক্ত সানিকে গ্রেপ্তার করতে গেলে তিনি পুলিশকে ছুরি দিয়ে আঘাত করে পালানোর চেষ্টা করেন। কিন্তু পুলিশ তাঁকে ধরে ফেলে।