নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ জেলিযুক্ত চিংড়ি ও রেণু জব্দ
নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে ৩ হাজার ১০০ কেজি বিষাক্ত জেলি দেওয়া চিংড়ি এবং বিপুল পরিমাণ চিংড়ির রেণু জব্দ করেছে কোস্ট গার্ড।
আজ সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
মুনিফ তকি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর ৫টা ৩০ মিনিটের সময় পাগলার কোস্ট গার্ড স্টেশনের একটি দল রাজধানীর কেরানীগঞ্জ উপজেলার ধলেশ্বরী ব্রিজ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে খুলনা থেকে চট্টগ্রামগামী তিনটি যাত্রীবাহী বাস ও একটি ট্রাক তল্লাশি করে আনুমানিক ৩ হাজার ১০০ কেজি বিষাক্ত জেলি দেওয়া চিংড়ি জব্দ করা হয়।’
এ ছাড়া নোয়াখালী জেলার রামগতি থেকে ছেড়ে আসা দুটি ট্রাক তল্লাশি করে ৫১ ড্রাম চিংড়ির রেণু জব্দ করা হয় বলেও জানান তিনি।
কোস্টগার্ডের এই কর্মকর্তা বলেন, ‘জেলি পুশকৃত চিংড়ি ও অবৈধ চিংড়ি রেণুর প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জেলি দেওয়া চিংড়ি আগুনে পুড়িয়ে নষ্ট করা হয় এবং চিংড়ির রেণু মেঘনা নদীতে অবমুক্ত করা হয়।’
এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সেলিম রেজা ও উপসহকারী মৎস্য কর্মকর্তা মো. আশিকুর রহমান।