নারায়ণগঞ্জে লঞ্চডুবি : কার্গো জাহাজের মাস্টারসহ ৯ জন আটক
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যার কয়লাঘাট এলাকায় কার্গো জাহাজের ধাক্কায় লঞ্চডুবির ঘটনায় জাহাজটির মাস্টারসহ (চালক) ৯ জনকে আটক করা হয়েছে। নারায়ণগঞ্জের পুলিশ সুপার জাহিদুল আলম এ তথ্য জানিয়েছেন।
মুন্সীগঞ্জে মেঘনা নদীর পাড়ে ডকইয়ার্ড থেকে চালকসহ ৯ জনকে আটক করার কথা জানালেও পুলিশ তাদের নামপরিচয় জানায়নি।
নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান এ ঘটনায় ৯ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করার কথা জানালেও আটক ব্যক্তিদের নামপরিচয় বলতে অস্বীকৃতি জানিয়েছেন।
আজ রোববার বেলা আড়াইটায় এমভি আশরাফ উদ্দিন নামের লঞ্চটি নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল থেকে মুন্সীগঞ্জ যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়। কার্গোর ধাক্কায় লঞ্চটি পানিতে তলিয়ে যায়। যাত্রীদের অনেকে নদীতে ঝাঁপ দেন। এদের মধ্যে বেশকিছু যাত্রী সাঁতরে তীরে উঠে আসতে সক্ষম হন।
অর্ধশতাধিক যাত্রীবাহী লঞ্চডুবির এই ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মরদেহের একজন জয়নাল আবেদীন (৫০)। এ ছাড়া অজ্ঞাত আনুমানিক ৩৫ ও ১৯ বছরের দুই নারী এবং ৭ বছরের মেয়েশিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।