নারায়ণগঞ্জে হকার-পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া, আহত ১০
নারায়ণগঞ্জ শহরের প্রধান সড়ক বঙ্গবন্ধু রোডের ফুটপাতে হকার বসতে না দেওয়ায় রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে হকাররা। আজ মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ায় পুলিশ সদস্য ও ফটো সাংবাদিকসহ ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করে পুলিশ।
আটক ব্যক্তির নাম আসাদুর রহমান আসাদ। তিনি নারায়ণগঞ্জ হকার্স সংগ্রাম পরিষদের আহ্বায়ক।
পুলিশ জানায়, আজ বিকেলে ফুটপাতে বসতে দেওয়ার দাবিতে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে হকাররা বিক্ষোভ মিছিল বের করে। মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ ধাওয়া দিয়ে হকারদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশ জেলা হকার্স সংগ্রাম পরিষদের আহ্বায়ক আসাদুর রহমান আসাদকে আটক করলে হকাররা কয়েকটি সড়কের মোড়ে কাঠ ও কাপড়ে আগুন জ্বালিয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। দফায় দফায় মিছিল করে তারা। এ সময় ইট-পাটকেলের আঘাতে এক পুলিশ সদস্য, সাংবাদিকসহ ১০ জন আহত হয়।
পরে বিপুল পুলিশ মোতায়েন করা হলে সন্ধ্যায় হকাররা রাস্তার মোড়ে মোড়ে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান নেয়। আতংকে বিভিন্ন মার্কেটের দোকানপাট ও নগরীর প্রধান সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে এলে যানবাহন চলাচল শুরু হয়।
এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুবাস চন্দ্র সাহা বলেন, ‘নগরীর রাস্তা ও ফুটপাত দখলমুক্ত রাখতে উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনা মোতাবেক পুলিশ কাজ করছে।’