নিখোঁজের দুদিন পর ‘স্বামীর দেওয়া তথ্যে’ ডোবায় মিলল স্ত্রীর লাশ
পাবনার সাঁথিয়া উপজেলায় নিখোঁজের দুদিন পর স্বামীকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে একটি ডোবা থেকে স্ত্রী কানিজ ফাতেমার (১৯) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার পাড়করমজা এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ বলছে, স্বামীর পরকীয়ার কথা জেনে যাওয়ায় স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে স্বামী রাকিবুল ইসলাম (২৪)।
নিহত কানিজ ফাতেমা উপজেলার বেড়া পৌর এলাকার মো. আব্দুল কাদেরের মেয়ে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ‘দুই বছর আগে রাকিবুলের সঙ্গে বিয়ে হয় কানিজ ফাতেমার। স্বামীর চরিত্র নিয়ে বিয়ের পর থেকেই বিভিন্ন সময়ে তাদের মধ্যে ঝামেলা চলছিল। দুদিন আগে ঈদের রাতে কানিজকে তাঁর বাড়ি থেকে সাথিয়ার করমজা এলাকায় ডেকে নিয়ে যায় রাকিবুল। পরে কানিজকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর একটি ডোবায় ফেলে কচুরিপানা দিয়ে লাশ ঢেকে রেখে আসে রাকিবুল। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে বেড়া থানায় একটি নিখোঁজের অভিযোগ দায়ের করে। পুলিশ রাকিবুলকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে সে হত্যার কথা স্বীকার করে। এ ঘটনায় বেড়া থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।’
কানিজ ফাতেমার ভাই ফরিদ হোসেন বলেন, ‘দুই বছর আগে রাকিবুলের সঙ্গে বিয়ে হয় কানিজের। বিয়ের সময় সাড়ে পাঁচ লাখ টাকা যৌতুক নেয় রাকিবুলের পরিবার। কিন্তু রাকিবুল নানা মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িত ছিল। বিয়ের পরেও বিভিন্ন সময় টাকার জন্য নির্যাতন করত রাকিবুলের পরিবার। এ ছাড়া তার বাড়ির পাশে অন্য মেয়ের সঙ্গে পরকীয়া ছিল। এ কারণে সে আমার বোনকে হত্যা করেছে।’