নেত্রকোনার প্রতিপক্ষের ঘুষিতে প্রাণ হারালেন বৃদ্ধ
নেত্রকোনার মদন উপজেলায় প্রতিপক্ষের কিল ও ঘুষিতে আবুল কাশেম (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে অভিযোগ ওঠেছে । মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার সকালে তাঁর মৃত্যু হয়।
গতকাল রোববার দুপুরে উপজেলার নায়েকপুর ইউনিয়নের বরাটি গ্রামে ওই বৃদ্ধের ওপর হামলার ঘটনা ঘটেছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মেশিন দিয়ে ধান মাড়াই করাকে কেন্দ্র করে বরাটি মোড়লপাড়ার সামনে আবুল কাশেমের সঙ্গে একই গ্রামের লিংকনের তর্ক হয়। এ সময় লিংকন, তাজুল ইসলাম, জুয়েলসহ বৃদ্ধ আবুল কাশেমের ওপর হামলা চালায়। এ সময় এলোপাতাড়ি কিল ঘুষিসহ বেধড়ক মারধর করে।
পরে স্থানীয় লোকজন কাশেমকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘প্রতিপক্ষের আঘাতে আবুল কাশেম নামের একজন নিহত হয়েছেন বলে জানা গেছে। লাশ ময়নাতদন্ত জন্য নেত্রকোনা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাদীপক্ষের অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।