নেত্রকোনায় জমির আইল ছাঁটাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০
জমির আইল ছাঁটাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ রোববার দুপুরে নেত্রকোনার মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গোবিন্দপুর গ্রামের মৃত ফয়জুদ্দিনের ছেলে নবাব আলীর হাওরের জমির সঙ্গে একই গ্রামের আব্দুল হাইয়ের ছেলে মানিক মিয়ার জমি রয়েছে। মানিক মিয়ার ভাই মান্নান মিয়া আজ সকালে জমি চাষাবাদের জন্য কোদাল দিয়ে আইলের বর্ধিত অংশ ছাঁটতে শুরু করলে নবাব আলীর ছেলে ডালিম তাতে বাধা দেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই জের ধরে দুপুরের দিকে নবাব আলীর বাড়িতে নবাব আলী ও মানিক মিয়ার পরিবারের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে নবাব আলী পরিবারের ছয়জন এবং মানিক মিয়ার পরিবারের চারজনসহ মোট ১০ জন আহত হয়।
মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শতাব্দী পাল জানান, গুরুতর আহত নবাব আলী (৭৫), তাঁর পাঁচ ছেলে হেলিম (৩২), আলীম (৩০), ওয়ালীউল্লাহ (২৮), সেলিম (২৬) ও ডালিম (২২) এবং প্রতিপক্ষ মানিক মিয়ার ভাই হান্নান (৪০), মান্নান (৩৫) ও আলমের (২৫) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুধু বাসির মিয়াকে (৪১) মদন হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।
এ ব্যাপারে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।