নেত্রকোনায় জেলা প্রশাসনের বাজার তদারকি
আসন্ন পবিত্র রমজান ও লকডাউনে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক পর্যায়ে রাখতে নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে বাজার তদারকি করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক কাজী মো. আব্দুর রহমানের নির্দেশনায় শহরের মেছুয়া বাজার, বড়বাজার, ছোটবাজারসহ বেশকিছু এলাকায় বাজার তদারকি পরিচালনা করেন অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল মাহমুদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদা আক্তার, জেলা চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদ, জেলা চাউলকল মালিক সমিতির সভাপতি এইচ আর খান পাঠান সাকি, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক শাহ আলম, নেত্রকোনা মডেল থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা প্রমুখ।
এ ছাড়া শহরের বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধিসহ সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।