নেত্রকোনায় ট্রাকের চাপায় চাচা-ভাতিজা নিহত
নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের বারহাট্টার বড়ি নামক স্থানে ট্রাকের চাপায় মোটরসাইকেলের আরোহী দুই চাচা-ভাতিজা নিহত হয়েছেন। আজ রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহীরা হলেন বারহাট্টা সদর ইউনিয়নের মোহনপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে তানভীর (২৬) ও তাঁর চাচা মুর্তুজ আলী (৫৮)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বারহাট্টা উপজেলার মোহনপুর গ্রামের তানভীর তাঁর চাচা মুর্তুজ আলীকে নিয়ে আজ সন্ধ্যায় মোটরসাকেলে করে মোহনগঞ্জ থেকে বাড়ি ফিরছিলেন। নেত্রকোনা-মোহনগঞ্জ আঞ্চলিক সড়কের বড়ি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগামী ট্রাক তাদের চাপা দেয়। এতে উভয়েই ঘটনাস্থলে মারা যান।
পুলিশ মোটরসাইকেল আরোহীদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ট্রাকটি জব্দ করেছে পুলিশ।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেল আরোহীদের লাশ থানায় আনা হয়েছে। তাদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। ট্রাকটি মোহনগঞ্জে জব্দ করা হয়েছে।