নেত্রকোনায় বাসের ধাক্কায় নিহত ১
নেত্রকোনার বাসের সঙ্গে যাত্রীবাহী অটোরিকশার সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছে। এ সময় অটোচালকসহ তিনজন আহত হয়েছেন।
আজ বুধবার দুপুর আড়াইটার দিকে নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের বারহাট্টার গোপালপুরে এই দুর্ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে বারহাট্টা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফুল হক জানায়, নেত্রকোনা থেকে মোহনগঞ্জের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস বারহাট্টা উপজেলার গোপালপুর বাজারে পৌঁছালে অপরদিক থেকে আসা যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শহিদ মিয়া (৪৫) নামে এক যাত্রী নিহত হন। তিনি রায়পুর ইউনিয়নের রায়কুড়িঘর গ্রামের আক্রাম আলীর ছেলে।
গুরুতর আহতদের উদ্ধার করে বারহাট্টা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিক আহতদের পরিচয় পাওয়া যায়নি।