নড়াইলের সাজাপ্রাপ্ত পলাতক ২ আসামি ঢাকায় গ্রেপ্তার
নড়াইলে ৯টি মামলার ওয়ারেন্ট এবং এরমধ্যে তিনটি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে কালিয়া থানার পুলিশ ঢাকার গ্রিনরোড থেকে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত দুই আসামি হলেন, কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের সাবুর বখতিয়ার এবং একই ইউনিয়নের ধাড়িয়াঘাটা গ্রামের শাহাদত হোসেন।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া জানান,পলাতক আসামিরা ঢাকার গ্রিনরোডে অবস্থান করছেন। গোপনসূত্রে খবর পেয়ে পুলিশ সুপার প্রবীর কুমার রায়ের নির্দেশে কালিয়া থানার উপপরিদর্শক (এসআই) মিহানুর রহমান এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) সায়েম উদ্দীনের নেতৃত্বে একটি চৌকশ পুলিশ দল গত সোমবার ওই এলাকায় পৌঁছায়। গতকাল মঙ্গলবার দুপুরে তাঁদের ঢাকার গ্রিনরোড থেকে গ্রেপ্তার করে।
ওসি আরও বলেন,আসামিদের নামে সদর থানায় দুটি,নড়াইল আদালতে একটি এবং কালিয়া থানায় ছয়টি মামলার সবই গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং এরমধ্যে তিনটি মামলায় সাজার রায় রয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।