নড়াইলে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
নড়াইলে পুলিশ কর্তৃক সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়া হয়েছে। মানববন্ধনে পুলিশের সব ভালো সংবাদ বয়কট এবং খারাপ সংবাদ তুলে ধরার আহ্বান জানানো হয়।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে প্রেসক্লাবের সামনে জেলার সাংবাদিক সমাজ, নড়াইলের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামূল কবির টুকু, সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম টুলু, সাংবাদিক কার্ত্তিক দাস, কাজী হাফিজুর রহমান, মলয় কান্তি নন্দি, সাইফুল ইসলাম তুহিন, সাথী তালুকদার, লোহাগড়া প্রেসক্লাবের সভাপতি শেখ বদরুল আলম টিপু, কালিয়ার সাংবাদিক ওমর ফারুক প্রমুখ।
এ সময় বক্তরা বলেন, পুলিশ সুপারের নির্দেশে সাংবাদিকের বাড়িতে গভীর রাতে পুলিশের অভিযান অত্যন্ত দুঃখজনক। পুলিশের এ রকম আচরণ কোনো সভ্য সমাজের কাম্য নয়। মানববন্ধনে পুলিশের সব ভালো সংবাদ বয়কট এবং খারাপ সংবাদ তুলে ধরার আহ্বান জানানো হয়।
মানববন্ধন থেকে আগামীকাল শনিবার লোহাগড়ায় এবং রোববার কালিয়া উপজেলায় মানববন্ধন কর্মসূচির ঘোষণা করা হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়। জেলায় কর্মরত সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
গত ২২ সেপ্টম্বর ‘নড়াইলে পুলিশের হয়রানির প্রতিবাদে ইজিবাইক চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা’ শিরোনামে নড়াইল নিউজ২৪.কম এ একটি সংবাদ প্রকাশিত হয়। ওই রাতেই জেলা সদর থানা ও ডিবি পুলিশের দুইটি গাড়ি প্রেসক্লাবের সদস্য দেশ টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি এবং নড়াইল নিউজ২৪.কমের সম্পাদক ও প্রকাশক শরিফুল ইসলাম বাবলুর ভওয়াখালীর বাড়িতে যায়। অভিযোগ রয়েছে, সংবাদ প্রকাশের জের ধরে, পুলিশের পক্ষ থেকে ওই সংবাদিককে নানাভাবে হয়রানি করা হচ্ছে।