নয়াপল্টনে সংঘর্ষ : রিজভী-শিমুলসহ ১৪৪ জনের জামিন নাকচ
রাজধানীর নয়াপল্টনে পুলিশের সংঘর্ষের ঘটনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ ১৪৪ নেতাকর্মীর জামিন নাকচ করেছেন আদালত।
আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ এই আদেশ দেন। এদিন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৬ আসামির পক্ষে মাসুদ আহমেদ তালুকদার, ওমর ফারুক ফারুকীসহ কয়েকজন আইনজীবী জামিন শুনানি করেন।
শুনানি শেষে বিচারক ১৪৪ জন আসামির জামিন নাকচ করেন দেন। এছাড়া অপর দুই আসামির জামিনের বিষয়ে আদেশ অপেক্ষমান রেখেছেন।
নথি থেকে জানা গেছে, গত ৭ ডিসেম্বর বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত হন অনেকে। পরে বিএনপির কার্যালয়ে অভিযান চালিয়ে চাল, খিচুড়ি ও নগদ টাকা জব্দ করে পুলিশ।