পঞ্চগড়ে নর্দমায় মিলল মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ
পঞ্চগড়ের একটি নর্দমায় মিলেছে মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ। জেলার দেবীগঞ্জ উপজেলায় বাড়ি ওই নারীর নাম অনিতা রানী ওরফে কালঠী (৩৬)। গতকাল মঙ্গলবার তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে ঠিক কী কারণে ওই নারীর মৃত্যু হয়েছে, তা জানা যায়নি। যদিও পরিবারের আপত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করেছে পুলিশ।
অনিতা উপজেলার পামুলী ইউনিয়নের পামুলীপাড়া এলাকার মৃত প্রবীরচন্দ্র রায়ের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, স্বামী পরিত্যক্তা অনিতা মানসিকভাবে ভারসাম্যহীন ও মৃগীরোগী ছিলেন। প্রতিদিন তিনি বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতেন। বিকেলে অনিতার লাশ ইউনিয়নের উত্তর মহলদার এলাকায় নর্দমার পানিতে ভাসতে দেখতে পান স্থানীয়রা। পরে খবর দিলে মরদেহ উদ্ধার করে পুলিশ।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন এনটিভি অনলাইনকে বলেন, ‘খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। স্থানীয় জনপ্রতিনিধি ও পরিবারের সদস্যরা ময়নাতদন্তে রাজি না হওয়ায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’